[ad_1]
Robi Presents Foorti Studio Sessions with Rafa & his band AvoidRafa!
ও মনো রে
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে||
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||
মনো রে
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে ||
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে
মনো রে
হাড় হইলো জড়োজড়ো
আমার অন্তর হইল পোড়া রে ||
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে
[ad_2]
Source by Azim Bhuiyan 1