Posted on

Har Kala By avoidrafa




::: Lyrics :::

মনো রে
ও রে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
জনম বাকাঁ চাদঁ
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
তার চাইতে অধিক বাকা
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে
ও আমার দেহ কালার লাইগারে
আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে

মনো রে
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বায়লাম নৌকা হায় হায়
সকল বাঁকায় বায়লাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে

ও রে
হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
পিড়িতি ছাড়িয়া গেলে হায় হায়
পিড়িতি ছাড়িয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে

ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে (llll)


Source by k’Zaman liMon