Posted on

Odbhuture tumi অদ্ভুতুরে তুমি by AvoidRafa




Odbhuture tumi অদ্ভুতুরে তুমি by Rafa
From the latest album Bhaar
Lyrics of Odbhuture tumi

ধর যদি এমন হয় বিরাট কোন শূন্য মাঠে
অবাধ চোখে দেখলে একা দাড়িয়ে তুমি
আকাশটাতে নীল নেই, মৃত ডালে সবুজ নেই।
ধর যদি এমন হয় ঘুম ভেঙ্গে পেয়ে গেলে
সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি
গোছানো সেই স্বপ্নরা নেই, দেয়ালে ঝুলানো হাসি মুখ আর নেই।
এতো নেই এর ভীরে আমায় পরবে মনে
নাকি ভাববে নিজের কথায়ই অন্তহীন এ অরণ্যে
খুজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়
নাকি বলবে নেই সময় ফিরে তাকানো ।
অদ্ভুতরে ভালোবাসার এটাই সরল সমীকরণ
আসবে জানি আসবে তুমি থাকবোনা আমি তখন
চাইবে ভালোবাসতে বেশি খুজবে সারাটা ক্ষণ
নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি ।
এতো নেই এর ভীরে আমায় পরবে মনে
নাকি ভাববে নিজের কথায়ই অন্তহীন এ অরণ্যে
এরি মাঝে হয় না যেন ভালোবাসার ছন্দ পতন ।


Source by Azim Bhuiyan 1