Posted on

Ami Nirob Hoye Roilam[ Shreya Ghoshal]




আমি নিরব হয়ে রইলাম
ভাষা পাইনি খুঁজে তাই
এত কথার এত ভীড়ে
সব কথা যে হারায়
সেই কথা নিয়ে দুরে ঐ আকাশ
খেলা করে
রঙে রঙে গোধুলীতে এ মনে
ব্যাথা ঝরে
সেই কথাটি নিয়ে রাত্রি নামে
দিনের সিমানায় ।


Source by kabir6416