Posted on

AMI AKASH HOTE JANI SHREYA GHOSHAL




আমি আকাশ হতে জানি,
তুমি দেখ ডানা মেলে…
আমি নদী হতে পারি,
যদি ইচ্ছে ভাসাও জলে…
আমার পরাণ মুখর তোমার গানে,
তুমি প্রজাপতির রঙ ছড়ালে প্রাণে…
আমি নুড়ি হতে রাজি
দাও ঝরণা হয়ে ঠেলে…
আমি ছায়া মেখে থাকি,
তুমি হয়ো আলোর পাখি…
যদি না পাই তোমায় আপন করে,
স্মৃতি নিয়ে একাই রবো পড়ে…
আমি হেরে যেতে রাজী
তুমি জয়ী হবে বলে…


Source by Motasim Billah Morshed