[ad_1]
আর আমারে মারিস নে মা ।
বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করব না ।।
ননীর জন্যে আজ আমারে
মারলি গো মা বেঁধে ধরে
দয়া নাই মা তোর অন্তরে
স্বল্পেতে গেল জানা ।।
পরে মারে পরের ছেলে
কেঁদে যেয়ে মাকে বলে
সেই জননী নিঠুর হলে
কে বোঝে শিশুর বেদনা ।।
ছেড়ে দে মা হতের বাঁধন
যায় যেদিকে যায় দুই নয়ন
পরের মাকে ডাকব এখন
তোর গৃহে আর থাকব না ।।
যে না বোঝে ছেলের বেদন
সেই ছেলের মার বৃথা জীবন
বিনয় করে বলছে লালন
কাঁদছে সে করে করুণা ।।
[ad_2]
Source by Sheikh Faisal Kabir